শক্তিরূপেণ সংস্থিতা, রূপে লক্ষ্মী 

সারা বছর নিজের ইচ্ছামত নারীকে তোষণ করার পর, পুজোর কয়েক দিন দেবীর ভজন করার মধ্যে সত্যিই সুখানুভূতি আসে! বছর জুড়ে তর্জন, গর্জন, ছলচাতুরীর মধ্যে দিয়ে দশভুজাদের হাজার দশেক ঘরে বাইরের কাজ করিয়ে নিয়ে, রূপে লক্ষ্মীদেরকে পটের বিবি সাজিয়ে লোকসমাজে উপস্থাপন করে, তাঁদের কাজের কোনও স্বীকৃতি না দিয়ে, দুটি প্রশংসা বাণী না শুনিয়ে, কেবল দুহাত ভরে সেবা নিতে নিতে, গোঁফে তা দিতে দিতে, পিতারা মাথার উপর ছড়ি ঘোরাবেন; এতে তো আর দ্বিমত থাকতে পারে না! 

by তামান্না | 12 October, 2022 | 372 | Tags : fake worship patriarchal gender biased